অবশেষে
- সায়েল আচার্য
আমি এক বিস্মৃত প্রাণ; এক শব্দহীন পথিক;
নিঃশব্দ প্যাঁচার ন্যায় বসে বসে মৃত্যুর অপেক্ষায় আছি—
জ্বলন্ত অঙ্গারে খুঁজি জন্মান্তরের কালের দোয়ার
বিস্তীর্ণ হরিতে ঝিঁ ঝিঁ হয়ে ফসলের ডালে ঘুরে বেড়াই।
আমি এক বিস্মৃত প্রাণ, সবুজের স্পর্শে খিলে উঠি ;
জলের ফোঁটার তরুণ শব্দে আমি বিকশিত হই
নিশি'প্রাণে ডাকি শুধুই মধুর পানে—
কেউ না কেউ আসবে; গুছাবে মোর জীবন তানে।
ছড়িয়ে দেবে মোর জীবনের উর্মিমালা;-
নিশি কুটুম্ব ডেকে জানাবে প্রভাত ফেরীর মুহূর্ত,
হয়তো একদিন আবার আসব এই বনের এই নিশীথে;
অভিশাপ কাটিয়ে আমার গান ভোরের আলো ফোঁটাবে।
অবশেষে, সবকিছু গুছিয়ে অরণ্যকে করব গত
আমার রক্তে_আমার গুনগুনে_বনের ইতিহাস হবে রত।।
২৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।